মোল্লাহাটে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮ পিএম
মোল্লাহাটে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, ডা. মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক ও বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ ফারুকসহ সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “ষষ্ঠ শ্রেণী শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, “শিক্ষার্থীরা যেন প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে সঠিক পথে এগিয়ে যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আইন মেনে চলা ও মানবিক মূল্যবোধ অর্জনই একজন ভালো মানুষ হওয়ার মূল চাবিকাঠি।” সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “এই বিদ্যালয় শুধু শিক্ষা প্রদানের স্থান নয়, বরং মানবিক ও আদর্শ মানুষ গড়ে তোলার একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই।” অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।