বাবুগঞ্জে শীত বস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০২:৩১ পিএম
বাবুগঞ্জে শীত বস্ত্র বিতরণ

বাবুগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ফোরামের উদ্যোগে অসহায় শীতার্থকদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার রাজনৈতিক সমন্বয়কারী ও বাবুগঞ্জ ইসলামী প্রি-ক্যাডেট চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুব এর নেতৃত্বে ১০ জানুয়ারি শুক্রবার সকাল দশটায়  বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায় পরিবারের এ মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমত উল্লাহ মাতুব্বর, সেক্রেটারি মাওলানা শামসুল হক, যুব আন্দোলন সভাপতি মাওলানা আহসান হাবীব বিশ্বাস, শ্রমিক আন্দোলন সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, শেখ মোহাম্মদ বাকীবিল্লাহ, মাওলানা মোঃ মাহমুদুল হাসান কাউসার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে