কিশোরগঞ্জে গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
কিশোরগঞ্জে গণভোট উপলক্ষে  অবহিতকরণ সভা

গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”- এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্সের হল রুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ । এ সময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আফরোজা আক্তার চৌধুরী,  উপসচিব হাসান মর্তুজা  মাসুম, কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব জেবুন নাহার শাম্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। সভায় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে 'জুলাই সনদ' ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে