বাঘাইছড়ির শীতার্তদের সেনাবাহিনীর উষ্ণতা

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৭ পিএম
বাঘাইছড়ির শীতার্তদের সেনাবাহিনীর উষ্ণতা

বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্পের (২০ ইসিবি) পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ির মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ ইসিবি আয়োজিত দুস্থ অসহায় পাঁচ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের, সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম শাসম। আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত), সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ- প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন সিনিয়র সহকারী সচিব মো. ওয়াসিকুল ইসলাম, ৩৪ ব্রিগেড পিডি সীমান্ত সড়ক প্রকল্প কর্নেল তানিম শাহরিয়ার, ৩৪ ব্রিগেড স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল আবু খালেদ আল-মামুন। এসময় অতিথিরা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত সড়ক প্রকল্প নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে