কাহারোলে মাধ্যমিকের শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:২৭ পিএম
কাহারোলে মাধ্যমিকের শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা

নতুন শিক্ষাবর্ষ শুরুর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও দিনাজপুরের কাহারোল উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষার্থীর হাতে এখনও পাঠ্য বই পৌছায়নি। বিশেষ করে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও সব বই পায়নি। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। তবে চলতি শিক্ষাবর্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ এখনও শতভাগ সম্পন্ন হয়নি। জানুয়ারি মাসের ১৬ দিন পেরিয়ে গেলেও অনেক বিদ্যালয়ে একাধিক বিষয়ের বই সরবরাহ বাকী রয়েছে। একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বই না পাওয়ায় পাঠ পরিকল্পণা অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে বোর্ডে লিখে বা পুরানো বই এর সাহায্যে পাঠদান চালাতে হচ্ছে, যা কার্যকর নয়। অন্যদিকে শিক্ষার্থীরাও হতাশ। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিফাত আহম্মেদ জানায়, নতুন ক্লাসে উঠে বই না পাওয়ায় পড়া বুঝতে কষ্ট হচ্ছে। সব বন্ধুরা একসঙ্গে বই না পেলে পড়াশোনা ঠিকমত করা যাচ্ছে না। অভিভাবকরাও দ্রুত বই সরবরাহের জোর দাবী জানিয়েছেন কর্তৃপক্ষের নিকট। 

কাহারোল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কিছু বিষয়ের বই সময়মতো ছাপা ও সরবরাহ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির কয়েকটি বিষয়ের মূল বই এখনও সব বিদ্যালয়ে পৌছায়নি। ফলে শিক্ষার্থীদের খাতা, কলম হাতে থাকলেও শিক্ষার্থীদের হাতে পৌছায়নি বই। সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, তার বিদ্যালয়ের ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সব বই পাওয়া গেলেও ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সব বই পাওয়া যায়নি। ৬ষ্ঠ শ্রেণির ১১টি বইয়ের মধ্যে গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞানসহ ৪টি বই এখনও পাওয়া যায়নি। ৮ম শ্রেণির ১১টি বইয়ের মধ্যে বাংলা, বাংলা দ্রুত পঠন, ইংরেজি ১ম পত্র, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানসহ ৬টি বই পাওয়া যায়নি। অপরদিকে উপজেলার পশ্চিম মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল ইসলাম জানান, তার বিদ্যালয়ের সব বই এখনও আসেনি। ৬ষ্ঠ শ্রেণির ৪টি, ৭ম শ্রেণির ৫টি ও ৮ম শ্রেণির এবং ৯ম শ্রেণির আরও বেশ কয়েকটি বিষয়ের বই এর সংকট রয়েছে। সেগুলি এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি।  কাহারোল উপজেলার শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত) জানান, ১৫ই জানুয়ারির মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। কিছু কিছু বইয়ের পাঠ্যসূচি বদলালো হচ্ছে এই কারণে এবার দেরী হচ্ছে। আশা করছি এই মাসের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে।