আসন্ন গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিনি ম্যারাথনটি বাগমারা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে ভবানীগঞ্জ বাজার, গোডাউন মোড় ও বাইপাস মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সকলের মাঝে টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। পাশাপাশি গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে সাধারণ জনগণের মাঝে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণকে এ বিষয়ে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।