গণভোট প্রচারণায় ভবানীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ পিএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ পিএম
গণভোট প্রচারণায় ভবানীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
আসন্ন গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিনি ম্যারাথনটি বাগমারা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে ভবানীগঞ্জ বাজার, গোডাউন মোড় ও বাইপাস মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সকলের মাঝে টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। পাশাপাশি গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে সাধারণ জনগণের মাঝে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণকে এ বিষয়ে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে