শীতে রাস্তার কুকুরের জন্য দেয়া হলো বস্তার বিছানা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০১:৩২ পিএম
শীতে রাস্তার কুকুরের জন্য দেয়া হলো বস্তার বিছানা

কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে দক্ষিনাঞ্চলের প্রাণীকূলসহ সাধারণ মানুষ। শীতকাল অনেক প্রাণীদের জন্য খুব একটা ভালো সময় নয়। এ শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালী পৌরশহরে  ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। প্রায় শতাধিক কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। এবিষয়ে সহযোগিতা করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, পাটের বস্তার মধ্যে খড়কুটো দিয়ে কুকুরের জন্য এসব বিছানা তৈরি করা হয়েছে।  পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০ টি বস্তার বিছানা বিতরণ করা হয়েছে। অনেক কুকুর এসব বস্তার  বিছানায় আশ্রয় নিয়েছে। অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম বলেন, অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিছু কুকুরের বাচ্চা মারাও গেছে।  এতে কষ্টে থাকা কুকুরের জন্য একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, এটা একটা ভালো উদ্যোগ। কুকুরের জন্য বস্তা বিতরণ করতে পৌরসভার গাড়ি দেয়া হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, বিছিয়ে দেয়া বস্তা যেন কেউ ফেলে না দেয় । ভালো কাজে আমাদের সহযোগিতা পাবে সবসময়।

আপনার জেলার সংবাদ পড়তে