রাজশাহীর তানোরে পানি নিষ্কাশন ব্রীজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদরের গোল্লাপাড়া বাজারের দক্ষিণে আস্তুলের মোড় সংলগ্ন তানোর-কাশিম বাজার সড়কের পূর্বদিকে ব্রীজের মুখ বন্ধ করে এমন মার্কেট নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ১৪ জানুয়ারী বুধবার থেকে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন তানোর পৌর এলাকার তালন্দ উপরপাড়া মহল্লার বাসিন্দা আবুল সোনার।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তানোর সদরের গোল্লাপাড়া বাজারের দক্ষিণে ‘আস্তুল’ নামের এক মোড় রয়েছে। তার উত্তরে খলিল হার্ডওয়্যার। আর দক্ষিণে দোলন সাইকেল গ্যারেজ ও তার বাড়ি। তানোর-কাশিম বাজার সড়কের ওই স্থানে একটি ছোট ব্রীজ রয়েছে। ব্রীজের পূর্বদিকের মুখ থেকে পানি নিষ্কাশনের সরকারি ড্রেন বা নালা রয়েছে। ড্রেনের পাশে আবুল সোনারের জায়গা। এসুযোগে ব্রীজের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের জন্য রাজমিস্ত্রি দ্বারা ৬টি গর্ত করে ব্যাচ ঢালাই করছেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীসহ বহু উৎসুক জনতা এমন কাজ বন্ধ করতে বলে তারা জানান, ব্রীজের মুখে মার্কেট নির্মাণ করা হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এরপরও কাজ বন্ধ করা হয়নি। তারা অবিলম্বে সেখানে মার্কেট নির্মাণ বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এরআগে ওই জায়গায় মার্কেট নির্মাণ করার চেষ্টা করেও ব্যর্থ হন জায়গার মালিক আবুল সোনার। কিন্তু হঠাৎ করে বুধবার সকাল থেকে কাজ শুরু করেন তিনি। আজ শুক্রবার সকালেও সেখানে কাজ করতে দেখা গেছে। কেউ কোন কথা বললেই উত্তেজিত হয়ে পড়ছেন আবুল সোনারসহ তার স্বজনরা। একারণে এমন কাজ বন্ধের জন্য কেউ আর প্রতিবাদ করছেন না। আবার নাকি পৌর কর্তৃপক্ষ তাকে এভাবেই প্ল্যান পাশ করে দিয়েছেন বলে দাবি করছেন তিনি। এনিয়ে আবুল সোনারসহ তার স্বজনরা জানান, সব নিয়ম মেনেই মার্কেট তৈরি করা হচ্ছে। পৌরসভা থেকে প্ল্যানও পাশ করা আছে।
এবিষয়ে তানোর পৌরসভার কার্যসহকারী মাহবুর রহমান বলেন, বিগত প্রায় দশ বছর আগে প্ল্যান পাশ করে নিয়েছিল আবুল সোনার। প্ল্যান পাশের তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে। পরে আর প্ল্যান পাশ হালনাগাদ করে নেয়নি। তাহলে আপনাদের করনীয় কি জানতে চাইলে তিনি জানান, পৌর প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে যে নির্দেশনা দিবেন সেই মোতাবেক কাজ করা হবে।
এব্যাপারে পৌর প্রশাসকের দায়িত্বরত তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে, এমন ঘটনা ঘটানো হলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ই/তা