রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
আজ (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে। আহত ও উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনের ভেতর আটকা পড়ে শ্বাসরোধে বা দগ্ধ হয়ে দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান।