চিতলমারীতে দিগন্তজোড়া সরিষার

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
চিতলমারীতে দিগন্তজোড়া সরিষার

দিগন্তজোড় সরিষাক্ষেত, হলুদ পাপড়ির নয়নাভিরাম দৃশ্যে চোক জুড়িয়ে যায়। প্রকৃতি সেজেছে যেন আপন মহিমায়। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণ, আর গুনগুন শব্দে সরব হয়ে উঠেছে পুরো সরিষার  ক্ষেতগুলো। বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের অর্ন্তগত মধুমতি নদের তীরবর্তী পরাণপুর ও হাড়িয়ার ঘোপ এলাকার এইদৃশ্য সকল শ্রেণীপেশার মানুষের মন উজ্জীবিত করবে। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে এখানে রেকর্ড পরিমান সরিষার উৎপাদন হচ্ছে। এখাকার চাষীদের সাথে কথা বলে জানা গেছে, চলতি রবি মৌসুমে প্রতি বিঘা জমি  থেকে ১০ থেকে ১২মণ সরিষার উৎপাদন হবে। পরানপুর গ্রামের রফিক  মোল্লা জানান, ২০২৪ সালে উৎপাদিত সরিষার চেয়ে চলতি মৌসুমে এখানে সরিষার বাম্পার ফলন হয়েছে। স্থনীয় চাষী এব্রাহিম  মোল্লাসহ অনেকে জানান, বিগত বছরের চেয়ে বর্তমান সরিষার গাছ এবং দানা অনেক ভালো। ফলে বিঘা প্রতি ১০ থেকে ১২ মন ফলন আসার সম্ভাবনা রয়েছে। তারা আরো জানান, সরিষা একটি লাভজনক ফসল। প্রতিমন সরিষার বর্তমান বাজারদর ৪ হাজার টাকা,ভরা মৌসুমে কমপক্ষে সাড়ে৩হাজার টাকা হবে। বর্তমান সরিষা চাষে অনেক চাষীর আগ্রহ বাড়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা ধরা হয়ে ছিলো ২৯০ হেক্টর জমিতে। তা অতিক্রম করে দাঁড়িয়েছে ৩৫০  হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান, এখানে বারি সরিষা ১৪, বারি সরিষা-১৭,বারি সরিষা-১৮, বিনা সরিষা-৯ সহ স্থানীয় জাতের সরিষার আবাদ হয়েছে। চাষীর সংখ্যা এবং আগ্রহ দিনদিন বাড়ছে।

আপনার জেলার সংবাদ পড়তে