হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:০৯ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:০৮ পিএম
হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
ছবি, সংগৃহিত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 

তাকে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় বলে জানান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি জানান, চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। উনি এখন আশঙ্কামুক্ত। তবে তাকে অন্তত দুই দিন হাসপাতালে থাকতে হবে।

মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

আপনার জেলার সংবাদ পড়তে