বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নসহ ১ দফা দাবি আদায়ে ফুসে উঠেছে সরকারি কর্মচারীরা। এ লক্ষে নীলফামারীতে তারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে । ১৬ জানুয়ারী জেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে ওই প্রতীকী অনশন পালন করা হয়। জেলা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনকালে সভাপতিত্ব করেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের জেলা সভাপতি সেলিম আকতার। এটি পরিচালনা করেন মাউশি কর্মচারী সিরাজুল ইসলাম। দ্রুততম সময়ের মধ্যে ১দফা দাবি ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবীতে বক্তব্য রাখেন, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনজুর রহমান,রংপুর বিভাগীগের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান চৌধুরী, সদস্য শাহিন, জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান প্রামানিক, ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতির সৈয়দপুর সাধারণ সম্পাদক বাবুল মিয়া, রাশেদুজ্জামান বাবু, রেলওয়ে কর্মচারী আজাদসহ অনেকে। তারা বলেন, আমরা দীর্ঘ বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন আন্দোলন করে আসছি। কিন্তু সরকার এগুলো আমলে নিচ্ছে না। ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আমরা আশা করেছিলাম ডিসেম্বর এর মধ্যে সরকার পে-স্কেলের গেজেট প্রকাশ করবেন। কিন্তু সরকার পে-স্কেলের গেজেট প্রকাশ করেনি। এমনকি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনাও করেননি। দ্রুত সময়ে দাবি পুরণ না হলে আমরা বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হব।