নীলফামারীতে এ বছর শীতের দাপট ছিল লক্ষনীয়। পৌষ মাস যেন নীলফামারীর অসহায় মানুষের জন্য অভিশাপ। একটু শীত নিবারণে এখানের মানুষ আগুন জ্বালিয়ে তাপ নেয়। বাড়ি বাড়ি দেখা যায় বিকেল হলে খরকুটোর স্তুপ। এতে আগুন জ্বালিয়ে চারপাশে বসে তাপ নেয় গ্রামের নারী ও পুরুষ। এখন চলছে মাঘ মাস। তবে কয়েকদিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীত। মাঘের শুরুতেই যেন আবার নতুন করে শীত আসছে এমন মনে হচ্ছে। তাই এ সকল শীতার্ত মানুষের পাশে শেষ সময় হলেও এসে দাঁড়িয়েছে প্রভার্টি এলেভিয়েশন থ্রো যাকাত ফাউন্ডেশন। সাথে আছে বিডি ক্লাসমেইট ডট কম। ১৬ জানুয়ারি নীলফামারী সদরের মুন্সিপাড়া জামে মসজিদ চত্বরে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক নীলচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। ওই দুই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তাসহ এলাকার গনয়মাণ্য ব্যক্তিবর্গ। এ সময় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। গরম কম্বল পেয়ে শীতার্ত মানুষজন অত্যন্ত খুশি হয়ে দাতাদের জন্য দোয়া করেন।