কালীগঞ্জে রাস মন্দিরে চুরি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮ পিএম
কালীগঞ্জে রাস মন্দিরে চুরি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের বারইপাড়া সার্বজনীন রাস মন্দিরে ধরনের চুরি সংঘটিত হয়েছে।বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টারদিকে মন্দিরে গ্রীলির গেট চোরো মন্দিরে ভিতর প্রবেশ করে এবং মন্দিরের প্রতিমা কৃষ্ণ ঠাকুরের বাঁশি এবং প্রাচীন দিনের পিতলের তৈরি পুজায়ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি ও মুল্যবান কিছু পোশাক চুরি করে নিয়ে যায়। চোরদের উপস্থিতি টেরপেয়ে পাশের বাড়ির লোকজন চিতকার দিলে চোরেরা পালিয়ে যায়।এসময় চোরেরা তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ফেলে রেখে যায়। রাতেই খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ মন্দিরে যান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, আমাদের কৃষ্ণ ঠাকুরের রুপার তৈরি বাঁশি সহ আরো কিছু মুল্যবান জিনিস চুরি হয়েছে। এই মন্দিরটি শত বছরের পুরাতন মন্দির, কিন্তু এইরকম ঘটনা এই প্রথম ঘটলো। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং চুরি যাওয়া সকল কিছু উদ্ধার করার জন্য চোর কে ধরার অভিযান অব্যাহত রয়েছে।