রাজশাহী-৬ আসনে বিএনপি-জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোটার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ পিএম
রাজশাহী-৬  আসনে  বিএনপি-জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোটার
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি-জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আ.লীগের ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নতুন আইনের কারণে পথে পথে পোস্টার-ব্যানার ও ঢাক ঢোল পিটিয়ে প্রচার প্রচারণ নেইা। কিন্তু ভোট নিয়ে ভোটারের আগ্রহের যেন কমতি নেই। এ আসনের শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। ভোটার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের আগ পর্যন্ত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন। ভোটাররা বলেন, মনোনয়ন নিয়ে বিএনপির কোন্দলের কারণে এ আসনে জামায়াতের সাথে বিএনপির নির্বাচনী লড়াই হতে পারে। এদিকে বিএনপি মনে করছেন, দীর্ঘদিনের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকার কারণে বিএনপির মনোনীত প্রার্থীর কাছে কেউ কোন প্রতিদ্বন্দ্বিতায় আসবে না। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও, সেটি ভোটের ফলাফলে খুব একটা প্রভাব ফেলবে না। এ নিয়ে বিএনপির ভোটাররা বিচলিত না। এক পক্ষ বিভান্তি ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী বলেন, শক্ত অবস্থান বিএনপি থাকলেও তাদের চেয়ে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী। দেখা হবে কথা হবে ১২ ফেব্রুয়ারি । এ দিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়ন বাতিল হয়ে গেছে। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী এবং জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ প্রার্থী হিসেবে মানুষের সাথে মতবিনিময় করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।