হাজীগঞ্জে ৬১ তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:২৩ পিএম
হাজীগঞ্জে ৬১ তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফে ১১ জানুয়ারী ২০২৫ইং রোজ শনিবার সারারাত ব্যাপী ৬১ তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।  ৬১ তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ এর আহবায়ক ইমামে রাব্বানী কাইউমে জামান আল্লামা আবু নছর আলহাজ্ব সৈয়দ আবিদ শাহ্ মোজাদ্দেদী আল্ মাদানী (রা.)’র সাজ্জাদানশীন পীরে কামেল বাংলাদেশ আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল্ আবেদী (মা.জি.আ.)। ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশে বিশিষ্ট বুর্জুগানে দ্বীন ও সুন্নী ওলামায়ে কেরামগণ তশরীফ আনবেন। উক্ত পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশে অংশ গ্রহণ করে রাসুলে খোদা (দ.) এর রেজামন্দি হাছিল করার জন্য ইমামে রাব্বানী (রা.) দরবার শরীফের সাহেবজাদাগণ সকলের প্রতি অনুরোধ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে