নওগাঁর মান্দায় ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ছোটমুল্লুক গ্রামের মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চল, বিএনপিনেতা কহিম উদ্দিন শাহ, গিয়াস উদ্দিন মৃধা, সাখাওয়াত হোসেন প্রমুখ। শেষে দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চলের ব্যক্তিগত উদ্যোগে দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।