কাপাসিয়ায় নারী উদ্যোক্তাদের দিনব্যাপী মেলা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৮ পিএম
কাপাসিয়ায় নারী উদ্যোক্তাদের দিনব্যাপী মেলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার 'নারী উদ্যোক্তা গ্রুপের' উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ব্যতিক্রমী বর্ণাঢ্য মেলায় নানা বাহারী পন্য প্রদর্শিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিটাপে বিভিন্ন পন্য প্রদর্শন করা হয়। উপজেলার খ্যাতনামা উদ্যোক্তাদের সেরা অভিজ্ঞতা ও নিজস্ব প্রচেষ্টায় তৈরি নানা প্রকার জিনিসপত্র নিয়ে মেলায় হাজির হয়। নতুন বছরের শুরুতে নতুন উদ্যমে কাপাসিয়া উপজেলার সফল নারী উদ্যোক্তাদের আকর্ষণীয় উক্ত মিটাপে নানা রকম পণ্যের সমাহার ঘটেছে। মেলায় নানা রকম শীতকালীন পিঠাপুলি, বিভিন্ন ফ্লেভারে নিজেদের তৈরি কেক, নানা রকম মিষ্টি, নাড়ু-লাড্ডু, টকমিষ্টি নানা রকম আচার, নাটোরের বিখ্যাত খেজুরের গুড়, অভিজ্ঞ ও সৌখিনতায় হাতে তৈরি নানা রকম মজাদার খাবার, নানা বয়সের বিভিন্ন রুচিসম্মত পোশাক ও শীতের শাল, নকশিকাঁথা, নকশিচাদর, অভিজ্ঞ কারুকাজে ও স্বল্পমূল্যে অর্গানিক মেহেদী পড়ার সুযোগ ছিল। এছাড়া নানা রকম হস্তশিল্প ও কসমেটিক আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে নানা বয়সী লোকজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ব্যাপক সমাগম ঘটে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঢাকার "ফ্যাশন এম্পায়ার" এর স্বত্ত্বাধিকারী সৈয়দা আফরুজ সুপ্তি দিনব্যাপী মিটাপে উপস্থিত ছিলেন। অল্প সময়ের ঘোষণায় ব্যাপক উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করানো হবে। নিকটতম সময়ের মধ্যে আবারো ব্যাপকভাবে মেলার আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের বাসিন্দা "নারী উন্নয়ন গ্রুপের উদ্যোক্তা শারমিন আক্তারের নেতৃত্বে ৪৫জন নারী উদ্যোক্তা তাদের বাহারী পন্যের স্টল নিয়ে মেলায় প্রদর্শন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে