ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, আগারগাঁওয়ে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪০ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৯ পিএম
ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, আগারগাঁওয়ে বিজিবি মোতায়েন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইসি ভবনের আশপাশে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই দিন সকাল থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হয়ে বসে পড়েন।

ছাত্রদলের অভিযোগ, ব্যালট পেপার সংক্রান্ত অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের ঘটনায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। দুপুরে কর্মসূচিস্থলে বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের বদলে নির্বাচন কমিশন হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। এতে একটি স্বাধীন ও পেশাদার কমিশনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আজ রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।” ছাত্রদলের এই ঘোষণার পর থেকেই ইসি কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

বিজিবি জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে