নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে চাঁদার দাবিতে মাটি ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শীনবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া মজুমদার পাড়া এলাকায়।এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ কিরণ ( ৩৯), মো. শাকিল (২৮), মোহাম্মদ ইসমাইল (৩৬), মো. সোহাগ (৩৮) ও মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৬) নামে ৬জনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে রাতে তাদের ৫ জনকেই উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয। স্থানীয় লোকজন ও মামলার সূত্রে জানাগেছে ,উপজেলার ছাতারপাইয়া গ্রামের মজুমদার পাড়া এলাকার আবু তাহেরের পুত্র মোহাম্মদ কিরণ দীর্ঘদিন যাবত মাটির ব্যবসার সঙ্গে জড়িত। কিরণ এলাকায় মাটি ব্যবসা করতে হলে একই এলাকার মো. আলমের পুত্র ইউসুফ তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ নিয়ে শনিবাল সকালে কিরণ এবং ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে পরবর্তীতে ইউসুফ ১০/১২ জনের লোকজন নিয়ে মাটি ব্যবসায়ী কিরণ ও তাদের লোকজনের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিতে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। এ ঘটনায় গুরুতর আহত মাটি ব্যবসায়ী কিরণ বাদী হয়ে শনিবার রাতে সেনবাগ থানায় ইউসুফসহ ১৪ জনকে নামীয় এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি এজাহার দাখিল করে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, মাটি ব্যবসায়ী দের উপর হামলার ঘটনা শুনেছেন এবং বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।