পবিত্র শবে বরাত কবে পালিত হবে, সেই সিদ্ধান্ত আসছে সোমবার সন্ধ্যায়। শাবান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও দিনক্ষণ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষেই শবে বরাতের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায়, মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শাবান মাসের চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করেই শবে বরাতের দিন নির্ধারণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানানো যাবে। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের পনেরোতম রাতে, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। এই রাত মুসলমানদের কাছে বিশেষ ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত। শবে বরাতের পরদিন বাংলাদেশে সরকারি ছুটিও থাকে। একই সঙ্গে এই রাত রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।
চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে মঙ্গলবার রজব মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। তখন শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
ইসলামে শবে বরাত গুরুত্বপূর্ণ চার রাতের একটি হিসেবে বিবেচিত। হাদিস শরিফে এ রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ নামে উল্লেখ করা হয়েছে। বর্ণনায় এসেছে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে সাহাবি, তাবেইন ও পরবর্তী প্রজন্মের মধ্যে এই রাতে নফল ইবাদতের ধারাবাহিকতা চলে আসছে।