নির্বাচনের পরবর্তী রোডম্যাপ জানাল ইসি

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম
নির্বাচনের পরবর্তী রোডম্যাপ জানাল ইসি
ছবি, সংগৃহিত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী রোডম্যাপ প্রকাশ করেছে। সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়। আগামীকাল মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানা যায়।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা করবে ইসি। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেয়া হবে। নির্বাচনি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে খুব তাড়াতাড়ি। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে। এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে