বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও কুল এক্সপোজারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ পিএম
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও কুল এক্সপোজারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাউস কুল এক্সপোজারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে আয়োজিত একটি অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। সমঝোতা স্মারকে কুল এক্সপোজারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হুক টিংকু এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে স্বাক্ষর করেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির জন্য সমন্বিত জনসংযোগ, ব্র্যান্ডিং ও রিব্র্যান্ডিং কার্যক্রম বাস্তবায়ন করবে কুল এক্সপোজার, যার লক্ষ্য সংগঠনটির ব্র্যান্ড রূপান্তর ও ধারাবাহিক গণমাধ্যম উপস্থিতি নিশ্চিত করা। অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক, আব্দুর রহিম ও মার্কেটিং ম্যানেজার, শুভ কুমার মাহান্ত। কুল এক্সপোজারের পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিকেশন হেড অর্ণব চৌধুরী এবং হেড অব ইভেন্টস ইফতিখার লেনিন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যখাতে কার্যকর যোগাযোগ উদ্যোগ জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে