গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”- এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্সের মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ । এ সময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ নুরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলার সুপার ভাইজার হিসাব রক্ষক মো: শফিকুল আলম সারওয়ার প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইসলামিক ফাউণ্ডেশন এর গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক,বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। সভায় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে 'জুলাই সনদ' ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।