পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু। সহ-সভাপতি নুরুজ্জামান সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক,সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, খানমরিচ ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন মিলন ও সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের ইমরান হোসেন ও গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম, কল্যাণ সম্পাদক মিনু রহমান খান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য শাহিবুল ইসলাম পিপুল, এস এম শিমুল, হাসিনুর রহমান ও এস এম নাহিদ হাসান ।