ধামইরহাটে শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম
ধামইরহাটে শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের আঘাতে উম্মে হাবিবা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে।  মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত  শিক্ষার্থী উম্মে হাবিবা গত ১৯ জানুয়ারি বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় স্থানীয়রা ২০ জানুয়ারি বেলা ১১ টায় জাহানপুর উচ্চ এর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নিহত শিক্ষার্থী ২০২৫ সালে জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। মেয়ের পরিবারের পক্ষে থেকে থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  মানববন্ধনে প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ, জাহানপুর সপ্রাবির প্রধান শিক্ষক আফজাল হোসেন, সহকারি শিক্ষক মুনিরা বেগম, সহপাঠি মাসতুরা, তাহরিন, তাজনুর প্রমুখ। পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৮ তারিখ রাতে পরিবারের সবার সহিত রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন উম্মে হাবিবা। পরে গভির রাতে তার ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে দুর্বৃত্তরা টিউবয়েলের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট হাসপালাতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় উম্মে হাবিবার মৃত্যু হয়। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার কার্যক্রম চালাচ্ছেন।