৬৯'র গণ-অভ্যুত্থানের শহীদ আসাদ আজ উপেক্ষিত : মিতা রহমান

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম
৬৯'র গণ-অভ্যুত্থানের শহীদ আসাদ আজ উপেক্ষিত : মিতা রহমান

'৬৯'র গণ-অভ্যুত্থান ও শহীদ আসাদ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দুঃখ জনক হলেও সত্য যে, ৬৯'র গণ-অভ্যুত্থানের শহীদ আসাদ আজ উপেক্ষিত ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারী) শহীদ আসাদ দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা ম্যাডিকেলের সামনে শহীদ আসাদের স্মৃতি স্তম্ভে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ'র পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নানা বীরত্বগাথাসহ জাতির আন্দোলন- সংগ্রাম ও উত্থানের ইতিহাস জানার কোন বিকল্প নাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে গণ-অভ্যুত্থান ও শহীদদের আত্মবলিদানের ইতিহাস ভুলে যাওয়া বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা কখনো শুভ ফল বয়ে আনবে না, আনতে পারে না। তিনি বলেন, যারা বা যাদের উপেক্ষার কারণে শহীদ আসাদকে মুছে ফেলার চেষ্টা তারা মূলতঃ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি শহীদ আসাদের স্মৃতি অম্লান রাখতে মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরাধিকার ও শহীদ আসাদের চেতনার ধারক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানিকে গাভী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ডোমার-ডিমলার জনগণের প্রতি আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এএফএম শরীফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, নারী বিষয়ক সম্পাদক জীবন নাহার সীমা, সদস্য মো. ফরহাদ আলম, মির্জা রাফিউ আহমেদ প্রমুখ। অন্যান্য নেতৃবৃন্দ বলেন, শহীদ আসাদ ছিলেন প্রগতিশীল ও জাতীয়তাবাদী রাজনীতির মূলমন্ত্রে দিক্খিত। তার প্রতি রাজনৈতিক দল গুলোর অবহেলা দুঃখ জনক। অন্যায়-অবিচার ও শোষণ থেকে মুক্তি এবং জনগনের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল তার ধ্যান-জ্ঞান।

আপনার জেলার সংবাদ পড়তে