কাপাসিয়ায় সাংবাদিকের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩১ পিএম
কাপাসিয়ায় সাংবাদিকের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি

গাজীপুরের কাপাসিয়ায় আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি খুলে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের কারণে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নিজে থানায় এই জিডি করেছেন। জানা যায়, আনিসুল ইসলাম দীর্ঘদিন যাবত কাপাসিয়ায় অত্যন্ত সুনামের সাথে একজন সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। তিনি আজকের পত্রিকার পাশাপাশি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তসংবাদ পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টাল  মড়হড়নধহর.পড়স (গণবাণী ডট কম) এর নিজস্ব প্রতিবেদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কাপাসিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজ গঠন ও মানুষের কল্যাণে কাজ করছেন। আনিসুল ইসলামের গঠনমূলক সাংবাদিকতা ও সুনামে ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। একারণে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। থানায় সাধারণ ডায়েরীতে তিনি অভিযোগ করেছেন, আমার নাম ও ছবি ব্যবহার করে গত ৮ জানুয়ারি ‘সত্যের সন্ধানে’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার ও আমার পরিবারের সম্মান বিনষ্ট করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেছেন, গত ৪ ডিসেম্বর আজকের পত্রিকার অনলাইন ভার্সনে 'নারী ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি, থানায় অভিযোগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম ঐদিন ‘কধঢ়ধংরধ ঘবংি’ (কাপাসিয়া নিউজ) নামে একটি ফেসবুক আইডিতে তার অনুমতি না নিয়ে ছবি ব্যবহারের ঘটনায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যা পুলিশ তদন্ত করছে বলে জানা যায়। তারই জের ধরে ওই আইডির সাথে যুক্ত থাকা ব্যক্তিরা আমার নামে ফেসবুকে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আমার নামে ভিত্তিহীন এসব অপপ্রচারে আমার এবং আমার পরিবারপরিজন ও আমার কর্মরত প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট হচ্ছে। তাই বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। তিনি আশা করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। একই সাথে তাঁর বন্ধু, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের তাঁর পাশে থেকে অপপ্রচার প্রতিরোধ ও মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে