মেঘনা পদ্মা নদী বেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নের দুস্থ ও অসহায় জেলে পরিবারসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ সকালে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, একজন মানুষ, মানুষের জন্যই। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমি, আপনি, সে এভাবেই এগিয়ে আসতে পারি সবাই। দাঁড়াতে পারি মানুষের পাশে। জেলা প্রশাসনের এমন মহতী কার্যক্রম চলমান থাকবে। শীতবস্ত্র বিতরণের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অন্যরা উপস্থিত ছিলেন।