খুলনার পাইকগাছায় কপিলমুনিতে আহলে সুফফাহ ইসলামিক ক্যাডেট একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তি ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও নতুন ছবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় একাডেমি সংলগ্ন অস্থায়ী মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম গাজীর সভাপত্বিতে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাডেট কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ চেয়ারম্যান মুফতি রহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আব্দুল কাদির, হাফেজ মাওলানা ক্বারী জুলফিকার আলী, মোঃ মঞ্জুরুল হক ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, তপন পাল, স ম নজরুল ইসলাম, প্রবীর জয়, নাদির শাহ সহ কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন, হাফেজ মোঃ কামরুল ইসলাম, হাঃ মাওঃ ডাঃ মোঃ শহিদুল ইসলাম, হাঃ মাওঃ ডাঃ মোঃ রিকিব আল হাসান, হাঃ মাওঃ মোঃ মফিজুল ইসলাম, মোঃ এখলাছ সরদার ও মোঃ জিয়ারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও কপিলমুনি আহলে সুফফাহ ইসলামিক ক্যাডেট একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি মোঃ কামরুজ্জামান। আনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, উক্ত প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মাওঃ শাহীন আলম।