নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জণগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া পশ্চিম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ্ জামাল (ফায়ারিং) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম,সদস্য সচিব এটিএম ফিরোজ হোসেন দুদু,সদস্য জিয়াউর রহমান জিয়া,রাণীনগর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন খাঁন, সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউত রহমান উজ্জল,নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক, সম্পাদক ছোলাইমান আলী,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি।এছাড়া বিএনপি,যুবদল,শ্রমীকদল,মহিলাদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।