আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৫ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান। উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা বাজার জামে মসজিদের খতিব মাওঃ রফিক বিন বেলাল, বুধহাটা উওরপাড়া মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন, বুধহাটা দরগাহ মসজিদের খতিব হাফেজ রবিউল ইসলাম, মাওঃ জিয়াউল ইসলাম, মাওঃ আব্দুস সালাম, ডাঃ মোশারফ হোসেন, মসজিদের ক্যাশিয়ার মাস্টার আবদুল্লাহ আল মামুন।; অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আব্দুল ওহাব ও যুব বিভাগের সেক্রেটারি আজারুল ইসলাম। বক্তাগণ বলেন, দ্বীনি শিক্ষা বিস্তার ও এতিম শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই মাদ্রাসা ও এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন।