নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগষ্ট বিপ্লবে আত্মাহুতি দেয়া মহাদেবপুরের সন্তান শহীদ আস সবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্যের পর প্রধান অতিথি বলে শর্ট দিয়ে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা উদ্বোধন করেন। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে জয়পুরহাট জেলা দল বনাম মহাদেবপুর উপজেলা ফুটবল একাদশ দলের খেলা প্রথমে ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে জয়পুরহাট জেলা দল ৪-২ গোলে বিজয়ী হয়।