সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরোধী—রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি বিষয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে তিনি বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির তথ্য তুলে ধরেন, ধান ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ এবং সরিষা ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে জানান, সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে। এসময় সাংবাদিকরা জিজ্ঞেস করলে, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সি সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না। আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের জামিন দেওয়ার বিরুদ্ধে।” সাংবাদিকরা পুনরায় বিষয়টি সম্পর্কে প্রশ্ন করলে তিনি সভাকক্ষ ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক নারী ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। তার পাশেই পড়েছিল ৯ মাস বয়সি শিশু নাজিমের মরদেহ। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।
পরিবারের পক্ষ থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ আনা হয়। সাদ্দামকে কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। স্বজনদের উপস্থিতি সীমিত রাখা হয়। উল্লেখ্য, সাদ্দাম গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন এবং বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।