চরভদ্রাসনে শেয়ালের কামড়ে কিষাণীর মুখমন্ডল ক্ষতবিক্ষত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
চরভদ্রাসনে শেয়ালের কামড়ে কিষাণীর মুখমন্ডল ক্ষতবিক্ষত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে উন্মুক্ত ফসলী মাঠে এক কিষাণীকে রবিবার দুপুরে একটি হিংস্র শেয়ালে কামড়িয়ে মুখমন্ডল ক্ষতবিক্ষত করে রেখে গেছে। আহত কিষাণী হলো উক্ত গ্রামের শেখ সালামের স্ত্রী আকলিমা বেগম (৪০)। আহত কিষাণী নাক ও মুখমন্ডলে গুরুতর জখম নিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, ঘটনার দিন দুপুরে উক্ত কিষাণ ফসলী মাঠে একা পেঁয়াজ উঠাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে একটি হিংস্র শেয়াল লাফিয়ে এসে কিষাণীর নাক কামড়িয়ে ক্ষতবিক্ষত করতে থাকে। এ সময় কিষাণী তার জীবন বাঁচানোর জন্য শেয়ালের সাথে ধ্বস্তাধ্বস্তি করতে থাকলে হিংস্র শেয়ালটি তার  কপাল ও মুখমন্ডলের বিভিন্ন অংশে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে। পরে কিষাণীর সৌর-চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চরভদ্রাসন হাসপতালে নিয়ে আসেন। রবিবার বিকেলে চরভদ্রাসন স্বাস্থ কমপ্রেক্সের জরুরী বিভাগের চিবিৎসক জাাহিদ হোসেন জানান, “ শেয়ালে কামড়িয়ে কিষাণীর নাকের সামনের অংশ ক্ষত করেছে। তার নাকের জখমে চারটি সেলাই লেগেছে এবং কপালের অংশে আরো কয়েকটি সেলাই লেগেছে। তবে আহত কিষাণী এখন শঙ্কা মুক্ত বলেও জানান তিনি”। উল্লেখ্য, এর কিছুদিন আগে উক্ত এলাকায় হিংস্র শেয়াল ছয়জনকে কামড়িয়ে গুরুতর আহত করেছিল। তাই উক্ত ইউনিয়ন জুড়ে এখন শেয়াল আতংঙ্ক দেথা দিয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে