অস্ত্র মামলার আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম
অস্ত্র মামলার আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাব-১০ এর অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ২০২৫ সালে গত ০৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি টহল টিম নিয়মিত ডিউটি পালনকালে একটি সন্দেহভাজন অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। এ সময় অটোরিক্সায় থাকা আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে টহল টিম একটি দেশীয় লোহার তৈরি রিভলবারসহ রাব্বী সরদার (২৬)’কে গ্রেফতার করে। অপর একজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রাব্বী সরদার জানায় যে, সে রিভলবারটি বাবু নামের এক আসামির কাছ থেকে ভাড়ায় নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিল। এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৭/১১/২০২৫ খ্রি., ধারা- ১৯-এ অস্ত্র আইন, ১৮৭৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানয়ারি) রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে বর্ণিত অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবুু (৪০), পিতা- মৃত খালেক, সাং- কাজলপুুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাবু (৪০) এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে