মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪২ পিএম
মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন

কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল  ডিগ্রি মাদ্রাসার ২ জন শিক্ষককে অনৈতিক কার্যক্রমের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ১১ জানুয়ারী) ৪নং কয়রা লঞ্চঘাট বাজারে অভিভাবক,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।  মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম, আবু সাঈদ মোল্যা, আবুল কালাম শেখ, মাওলানা শিহাব উদ্দিন, নুরুজ্জামান খোকা, আঃ মান্নান মল্লিক,নুরী শেখ, হাফেজ আবু হানিফ, মজিবার মৃধা প্রমুখ।  মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ বিরোধী অনৈতিক  কার্যক্রমে অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার দুই শিক্ষক শিউলি আক্তার ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। শুধু সাময়িক বরখাস্ত নয়, তাদের স্থায়ী বহিস্কার করতে হবে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই দুই শিক্ষকের বিরুদ্ধে পুর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে।  তাদের এ ধরনের কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য তারা তাদের স্থায়ী বহিস্কারের দাবি জানান। মানববন্ধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে