রাজশাহীর তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় গনসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। রোরবার সকাল থেকে কালিগঞ্জ বাজার, কাশিমবাজার, তানোর সদর,চাপড়া ও তালন্দ বাজারের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগ ও নির্বাচনী পাটি অফিস উদ্বোধন করেন তিনি। এসময় সাথে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী। রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য উপজেলা যুবদল নেতা এমদাদুল, বিএনপি নেতা মালেক, আবু সাইদ, মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুর, ওয়ার্ড বিএনপির নেতা ওবাইদুর রহমান, সমসের, ছাএ নেতা শাহীনসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।