উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আয়োজনে

তানোরে বিশ্বকুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম
তানোরে বিশ্বকুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আয়োজনে বিশ্বকুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা, রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্।ে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেঙ্ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর, প্রবীর হাঁসদা সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বার্নাবাস হাসদাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: ইসরাত জেরিন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোলার ডা: এ বি এম আসিফ আহমেদ ও টিএলসিএ মো. মাহবুবুল আলম প্রমুখ। সভায় প্রধান অতিথি ডা: বার্নাবাস হাসদাক বলেন, কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, নিরাময় যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভালো হয়। এই তথ্য প্রচার-প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ- এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর প্রবীর হাঁসদা বলেন- কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন। তিনি আরও জানান, আমাদের দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েকুষ্ঠরোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু অনেক মানুষ এখনো এ বিষয়টি জানেন না। তাই সমাজের সর্বস্তরের মানুষকে জানাতে হবে যে, কোনো খরচ ছাড়াই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। তিনি সকলকে কুষ্ঠরোগ সংক্রান্ত কুসংস্কার দূর করা, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান এবং কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে। সেখানে বিনামূল্যে এই রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স,গণমাধ্যমকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কুষ্ঠরোগী ও ঝ ঐএ দলের সদস্য। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে