কক্সবাজার সদরে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ পিএম
কক্সবাজার সদরে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী  শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।  রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়ায়  যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য থাকার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে।  রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলাধীন গর্জনিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল হতে রুম্মান হোসেন নামক একজন আরএসও সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে