ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে রোববার দুপুরে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডঃ মাহবুবুর রহমান লিটন। স্থানিয় টিউলিপ কনভারশন সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানেরশীষ প্রতীকের প্রার্থী ডঃ মাহবুবুর রহমান লিটন। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা বিএনপির আহবায়ক হয়েও ত্রিশালে যে পরিমানে উন্নয়নমূলক কাজ করেছিলাম, আপনাদের সহযোগিতা ও ভোটে এমপি হতে পারলে অনেক বেশি কাজ করতে পারবো। সবার সমর্থনে বিএনপি যদি সরকার গঠন করে ও বিএনপির প্রতিনিধি যদি নির্বাচিত হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে ভিশন, দেশব্যাপি উন্নয়নের জন্য যেভাবে কাজ করতেছে এই ভিশনের বড় একটা ত্রিশালের উন্নয়নের জন্য নিয়ে আসতে পারবো। বিশেষ করে ত্রিশাল উপজেলার প্রায় প্রতিটি রাস্তার বেহালদশার দুর্ভোগ দুরীকরণসহ উন্নয়নমূলক নানা পদক্ষেপ ও বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ন-আহবায়ক জিয়াউল হক জামিল, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ, শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।