নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:১২ পিএম
নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় লোহাগড়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের  খলিশাখালী গ্রামে  নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন করেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। উদ্বোধন কালে তিনি বলেন, অধিকার আদায়ের জন্য আমি প্রার্থী হয়েছি। এ অধিকার আপনাদের অধিকার।আপামর জনসাধারণের অধিকার।  আপনারা আমার মতোই ষোল বছর ছিলেন নির্যাতিত। সকলে মিলে কলস প্রতিকে ভোট দিয়ে তারেক রহমান কে নড়াইল-২ আসন টি উপহার দেবো ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষের সাথে সব সময় ছিলাম, এখনো আছি, থাকবো সবসময়। নড়াইল ও লোহাগড়ার সাধারণ মানুষ কলস প্রতিকের নির্বাচনে স্বতস্ফূর্তভাবে  সামিল হয়েছে। এ সময় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  অফিস উদ্বোধন শেষে সমর্থকরা  কলস প্রতীকের মিছিল বের করে। জননেতা  মোঃ মনিরুল ইসলাম সকলের কাছে কলস প্রতিকে ভোট প্রার্থনা করেন। এর আগে মোঃ মনিরুল ইসলামের সমর্থকরা লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা বাজার এলাকায় কলস প্রতিকের মিছিল বের করে।

আপনার জেলার সংবাদ পড়তে