৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ এএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ এএম
৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।২৫ ডিসেম্বর সন্ধ্যায় সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি পশ্চিম ইলুহার গ্রামের মৃত আকবর আলীর ছেলে নাসির উদ্দীনকে (৫২) গ্রেপ্তার করা হয়। সূত্রমতে, ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন-নাসির উদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় আদালতের বিচারক ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। এ রায়ের পর থেকে নাসির উদ্দীন পলাতক ছিলো। ওসি আরও জানিয়েছেন-গ্রেপ্তারকৃতকে থানায় সোর্পদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে