বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশের সর্ব দক্ষিণ অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে সাংবাদিকদের দাবি ও মর্যাদা রক্ষার্থে বিএমএসএফ'র ১৪ দফা দাবি ও নানাবিধ সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে। ২৫ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দর্শনার্থীদের মধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির লিফলেট বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্র তীরে বৃক্ষরোপণ ও কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। বেলার প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পর্যটকদের মাঝে ১৪ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণ করেন। এরপর সমুদ্র তীরবর্তী ঝাউবনে বৃক্ষ রোপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর ও সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। এরপর সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়ের সভা করা হয়। এ সময় কুয়াকাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের হাতে সংগঠনের মুখপত্র মিডিয়া ক্যানভাস, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে বিএমএসএফ'র ১৪ দফা দাবির লিফলেট, সাংগঠনিক ক্যালেন্ডার তুলে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ডের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজিদ রনিসহ সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।