ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। সে লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করছে ভ্রাম্যমাণ ‘গণভোটের গাড়ি’। রোববার রাতে গাড়িটি সৈয়দপুর বাস টার্মিনালে পৌঁছালে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা স্পষ্ট করেছেন, এটি কোনো দলীয় প্রচারণা নয়; বরং যোগ্য প্রার্থী নির্বাচন এবং গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান,শহীদ আবরার ফাহাদ ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে অতীতের সীমান্ত হত্যা ও বঞ্চনার ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।