নীলফামারী- ৪ আসনে ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:১২ এএম
নীলফামারী- ৪ আসনে ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী -৪ ( সৈয়দপুর ও কিশোরগঞ্জ ) সংসদীয় আসনে ভোটের মাঠে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। প্রার্থীরা হলেন আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার ( ধানের শীষ), হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম (দাঁড়িপাল্লা), মোঃ রিয়াদ আরফান সরকার রানা, স্বতন্ত্র ( ফুটবল),সিদ্দিকুল আলম ( লাঙ্গল), মোঃ শহিদুল ইসলাম ( হাতপাখা), মোঃ মাইদুল ইসলাম বাসদ,( কাঁচি),এসএম মামুনুর রশিদ, স্বতন্ত্র ( মোটরসাইকেল), মোঃ জোবায়দুর রহমান হিরা, স্বতন্ত্র ( ঘোড়া),মির্জা মোঃ শওকত আকবর রওশন,বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)। বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার  ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি সাবেক ৯ বারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। সৈয়দপুরে শিক্ষার উন্নয়নে তার ভূমিকা রয়েছে। একই সঙ্গে তার বাবার সামাজিক অবদানও ভোটারদের মধ্যে আলোচনায় রয়েছে। তবে বিএনপির ভেতরে কিছুটা দলীয় কোন্দল রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা স্বীকার করেছেন। যদিও বিএনপির এক নেতা দাবি করেন, ভোটের আগেই এসব অভ্যন্তরীণ বিরোধ মিটে যাবে এবং দলীয় প্রতীকে ভোট দিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। এটি হতে পারে বিএনপি,জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকারের মধ্যে। কারণ রিয়াদ আরফান সরকার হলেন,জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক সাংসদ মরহুম আমজাদ হোসেন সরকারের ছেলে। বাবার তৈরি করা জনপ্রিয়তায় তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন অনেক ভোটের ব্যবধানে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম দীর্ঘদিন ধরেই এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। স্থানীয়দের মতে,সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় জামায়াতের একটি শক্ত ঘাঁটি রয়েছে। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম  হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ রিয়াদ আরফান সরকার রানা ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থী মোঃ সিদ্দিকুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থানীয়ভাবে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান তুলনামূলক দুর্বল বলে মনে করছেন ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নীলফামারী-৪  আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭২৫ জন, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এ আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্র, ৮৭০টি ভোটকক্ষ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে