সাড়ে তিন’শ আরোহী নিয়ে ফেরিডুবি, নিহত ১৫, নিখোঁজ অনেকে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪৬ এএম
সাড়ে তিন’শ আরোহী নিয়ে ফেরিডুবি, নিহত ১৫, নিখোঁজ অনেকে
প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সাড়ে তিন শতাধিক আরোহী নিয়ে একটি ফেরি মাঝসমুদ্রে ডুবে যাওয়ার নৌদুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উদ্ধার অভিযান চলছে। তবে যাত্রীসংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল ও উদ্ধারকর্মীদের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদন বলছে, ডুবে যাওয়া নৌযানটির নাম এমভি ‘ত্রিশা কেরস্টিন ৩’। এটি জাম্বোয়াঙ্গা শহর থেকে যাত্রা শুরু করে সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। ফিলিপাইন কোস্ট গার্ড জানায়, মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটে। সরকারি হিসাবে ফেরিটিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন নাবিক ছিলেন। 

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে জাম্বোয়াঙ্গা বন্দর ছাড়ার প্রায় চার ঘণ্টা পর রাত ১টা ৫০ মিনিটে জাহাজটি বিপৎসংকেত পাঠায়। এরপর বাসিলানের বালুক-বালুক দ্বীপগ্রামের কাছে উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল দূরে ফেরিটি ডুবে যায়।

ফিলিপাইন কোস্ট গার্ডের সাউদার্ন মিন্দানাও জেলার কমান্ডার রোমেল দুয়া বার্তাসংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে এবং এখনও অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কোস্ট গার্ডের একটি বিমান পাঠানো হয়েছে। নৌবাহিনী ও বিমানবাহিনীও তাদের সরঞ্জাম ও সদস্য পাঠিয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীদের অনেককে বাসিলানের রাজধানী ইসাবেলা শহরের হাসপাতালে নেয়া হয়েছে। জরুরি বিভাগের এক চিকিৎসাকর্মী রোনালিন পেরেজ বলেন, ‘একসঙ্গে অনেক রোগী চলে আসায় আমাদের বড় চাপের মুখে পড়তে হচ্ছে। এই মুহূর্তে জনবলও কম।’