ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের ৯ ভাই

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের ৯ ভাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফদিপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ফুটবল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ ৯ ভাই মিলে ভোটের মাঠ চোষে বেড়াচ্ছেন। উক্ত প্রার্থীর ভাইদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, শিল্পপতি ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ীরা রয়েছেন। এদের প্রত্যেকেরই সমাজ সেবামূলক কাজে ব্যাপক অবাদান রয়েছে। তাই অত্র আসনে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ গৃহ শক্তির জোরে ভোটের দৌড়ে দিন দিন এগিয়ে চলেছে বলে অনেকে ধারনা করছেন। তবে ফরিদপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ইতিমধ্যে ভোটের দুর্গ গড়ে তোলেছেন। কিন্তু স্থপতি মুজাহিদ বেগের ৯ ভাইয়ের জোর তৎপরতার কারনে উক্ত স্বতন্ত্র প্রার্থী এ আসনে বিএনপি’র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বলে সাধারন ভোটারা মনে করছেন।  জানা যায়, স্থপতি মুজাহিদ বেগের গ্রামের বাড়ী হলো-উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে। তার পিতা মরহুম আঃ মান্নান বেগ একজন চিকিৎসক ছিলেন। স্থপতি মুজাহিদ বেগের ৯ ভাইরা হলেন- সবার বড় দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মহসিন বেগ। এরপর রয়েছেন মামুন বেগ। তিনি ঢাকায় প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। অন্যরা হলেন- মোঃ ইলিয়াছ বেগ নান্নু তিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরবর্তিতে জেলা পরিষদের সদস্য ছিলেন। আরেক ভাই সামচুল হক বেগ পান্নু তিনি ঢাকার বিশিষ্ট শিল্পপতি। এছাড়া অন্য ভাইয়েরা জাহিদ হাসান বেগ ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী। চট্টগ্রামের স্থপতি মুজাহিদ বেগ, ঢাকার স্থপতি মজিবুর রহমান বেগ, প্রকৌশলী জাফর বেগ ও ওরাল বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সালেহীন বেগ বাপ্পী সহ স্বতন্ত্র প্রার্থীর ৯ ভাই মিলে ভোটের মাঠ চোষে বেড়াচ্ছেন বলে জানা গেছে। আর নয় ভাইয়ের একটি মাত্র বোন শারমিন আফরোজ এমবিএ শ্রেনীর অনার্স মাষ্টার্রস ডিগ্রীধারী। তিনিও স্থপতি মুজাহিদ বেগের ভোটের মাঠে রয়েছেন বলেও জানা যায়। স্থপতি মুজাহিদ বেগের প্রতিষ্ঠিত ভাইদের প্রত্যেকেরই সমাজ সেবায় ব্যাপক অবাদান রয়েছে। সোমবার স্থপতি মুজাহিদ বেগ বলেন, “আমার বাপ দাদা ও আমরা নয় ভাই দীর্ঘকাল ধরে এলাকার স্বাস্থ্য, শিক্ষা, মসজিদ মাদরাসা ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় উৎসাহিত করার জন্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। বহুকাল ধরে এলাকার কল্যানে স্কুল, কলেজ, মসজিদ মাদরাসা ও হসপিটাল গড়ে বীনামূল্যে সেবা দিচ্ছি। তিনি বলেন, আমার বড় ভাই চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মহসিন বেগ অত্র আসনের বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্প গড়ে এ বছর ৩৭ হাজার রুগীর ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন”। আর এসব সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে এবং বড় বড় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ৯ ভাই মিলে এলাকায় ভোট কামনা করে চলেছেন বলে জানা যায় তবে সাধারন ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার দুপুরে উপজেলার বি.এস ডাঙ্গী গ্রামের এক বৃদ্ধ কৃষক সোনা মিয়া (৭০) জানায়, “এবার মনে হয় বিএনপিই ক্ষমতায় আইবো। তয় ধানের শীষ ছাড়া অন্য জাগায় ভোটটা হালাইয়্যা দিয়া লাভ কি”। একই দিন বালিয়া ডাঙ্গী গ্রামের এক ক্ষুদ্র ব্যাবসায়ী ঈমান আলী (৬০) বলেন,“গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা আ’লীগের ভোটাররা চুপচাপ বসে আছে। তাদের একটা অংশ মনের ক্ষোভ ঝাড়তে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের ফুটবল মার্কায় ভোট দিতে পারে”। আর স্থানীয় সুশিল সমাজ মনে করছেন, মুজাহিদ বেগের ৯ ভাই মিলে যেভাবে মাঠ চোষে বেড়াচ্ছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মিলে এ বছর নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ও স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে