নাটোরের বড়াইগ্রামে জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি ও গণভোটকে না বলার আহ্বান সম্বলিত পোষ্টার সাঁটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলে। তবে সোমবার পুনরায় এসব পোষ্টার সাঁটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, রোববার বিকালে উপজেলার বনপাড়া পৌর বিপনী বিতানের দেয়ালে সাঁটানো জাতীয় নির্বাচন ও গণভোটকে ‘না’ বলুন আহ্বান সম্বলিত এসব পোষ্টার স্থানীয়দের চোখে পড়ে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি সম্বলিত এসব পোষ্টারে ‘গণভোটকে না বলুন,’ ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘সারা বাংলা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট’সহ বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। পোষ্টারের নীচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখা লেখা রয়েছে। স্থানীয়রা জানান, পৌর বিপনী বিতানের দেয়ালে এসব পোষ্টার লাগিয়ে ‘চলো দেশ গড়ি’ শ্লোগান সম্বলিত লেখাগুলো ইচ্ছা করে ঢেকে দেয়া হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে এভাবে নিষিদ্ধ সংগঠনের ‘না’ ভোটের সমর্থনে ও নির্বাচনকে অবৈধ দাবি করে পোষ্টার লাগানোতে তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে এনসিপি'র উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস) বলেন, এভাবে প্রকাশ্য স্থানে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোষ্টার সাঁটানো শুধু দু:সাহসই নয়, স্পর্ধাও বটে। আমরা এ ব্যাপারে প্রশাসনের কাছে দ্রুত কার্য্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, কে বা কারা সবার চোখের আড়ালে কয়েকটি পোষ্টার সাঁটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলেছে। কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দায়ীদের আটকের জন্য পুলিশ কাজ করছে।