সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৪২ পিএম
সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান

সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু,ব্যবসায়ী ৭হাজার টাকার জরিমানা করেছে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর পোয়ার বেগমের আদালত। সোমবার বিকেলে উপজেলার ছমির মুন্সির হাট বাজারে ওই অভিযানটি পরিচালনা করে জুয়েল ষ্টোরের মালিক সোহেলের ৫হাজার টাকা ও লক্ষীনারায়ন বানিজ্য ভান্ডারের মালিক হারাধন সাহাকে নিকট থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করে। এর আগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বহনকারী গাড়ীটি দেখে বাজারের এলজিপি গ্যাসের ডিলার, ঔষধের ফামের্সী ও অধিকাংশ মুদি মোনহারী দোকানদার তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কথা নিশ্চত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার ভূমি নুর পোয়ার বেগম জানান, মূল্য তালিকা ও লাইন্সেস নবায়ন না থাকায় ওই জরিমানা করা হয়। এধরনে অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে